মঙ্গলবার,১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০২৫


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে অন্তত ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি উদ্ধার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার ভোরে এসব শাড়ি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল ব্রাহ্মণপাড়ার শশীদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের উদ্দেশে আনা ভারতীয় শাড়িগুলো জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, ‘সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি