
মোঃ জামাল উদ্দিন দুলাল:
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর দক্ষিঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাবা হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে হাসনাত দম্পত্তির ঘর আলো করে এসেছে এক ছেলে সন্তান, মা-ছেলে দুজনে সুস্থ আছে বলে জানিয়েছে তার পরিবার।
হাসনাত আব্দুল্লাহর এমন খুশির সংবাদ মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার নিজ এলাকা দেবিদ্বারে ছড়িয়ে পড়লে তার শুভাকাঙ্খী, বন্ধু মহল ও এলাকাবাসীর মাঝে আনন্দে জোয়ার বইছে হাসনাত এবং তার স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন হাসনাত আবদুল্লাহ। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে শুরু থেকেই নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন হাসনাত। পরে আন্দোলন পরিচালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সমন্বয়ক হিসেবে বক্তব্য বিবৃতি দিয়ে ব্যাপক পরিচিতি পান।
হাসনাত আব্দুল্লাহ জানিয়েছে, মা-ছেলে দুজনে সুস্থ আছে। তিনি সন্তান ও তার মায়ের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

















































