ডেস্ক রিপোর্টঃ
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশ এক নতুন পথে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তন সম্ভব হয়েছে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের ফলেই। এটি মূলত সেই গণঅভ্যুত্থানের দ্বিতীয় অধ্যায়। আমরা পুরোনো ধ্যান-ধারণা ও প্রথা বদলে দিয়ে জাতীয় জীবনে নতুন মূল্যবোধ ও নীতিকে অন্তর্ভুক্ত করেছি। সংসদীয় কার্যক্রম থেকে শুরু করে সরকার পরিচালনার নানা দিকেই এসেছে এই পরিবর্তনের ছোঁয়া।”
তিনি আরও বলেন, “এই পরিবর্তনই আমাদের দেশকে সামনের দিকে নিয়ে যাবে। আমরা এখন এক নতুন যাত্রায় পা রাখলাম। আজকের এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের এক নবজন্ম ঘটল- একটি নতুন বাংলাদেশের সূচনা হলো।”
আজ শুক্রবার বিকেল ৫টায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এ স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় স্বাক্ষর অনুষ্ঠান।






















































