মঙ্গলবার,১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুবিতে মশাল মিছিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০২৫


জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে “জাগো বাহে, কোনঠে সবাই, তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও” এই মূল স্লোগানকে সামনে রেখে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের আয়োজনে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘জাগো বাহে, কোনঠে সবাই’, ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘ভাসানীর তিস্তা, বুঝে নেবো হিস্যা’, ‘তোমার আমার তিস্তা, বুঝে নেবো হিস্যা’ ইত্যাদি স্লোগান দেন। এতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী মো. মাহাবুর রহমান বলেন, “উত্তরবঙ্গে তিস্তা অববাহিকায় বসবাসকারী মানুষের নিত্যদিনের দুঃখের একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে তিস্তা নদী। শুষ্ক মৌসুমে নদী একেবারে পানিশূন্য হয়ে পড়ে, আবার বর্ষায় ভয়াবহ রূপ নেয়। একই নদীর এই দুই বিপরীত রূপের কারণ ভারতের অসম পানি বণ্টন। তিস্তার পানি যদি সুষমভাবে ভাগ করা যায়, তবে এটি উত্তরবঙ্গের জন্য আশীর্বাদ হবে। তাই আমাদের দাবি—‘তিস্তা উন্নয়ন মহাপরিকল্পনা’ বাস্তবায়নের মাধ্যমে পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা।”

উত্তরবঙ্গ ছাত্র পরিষদ, কুবি শাখার সভাপতি নাঈম আহমেদ বলেন, “কেউ উত্তরবঙ্গের কথা বা তিস্তা পারের মানুষের কথা ভাবে না। নাহলে বছরের পর বছর বন্যায় মানুষ ভিটেমাটি হারাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, অথচ উপর মহলের কারও টনক নড়ে না কেন? আমাদের কষ্ট কেউ বুঝবে না যদি আমরা নিজেরা না বলি। তবে আমি বিশ্বাস করি, আমরা বললে অন্যরাও বলবে। তাই এখন সবার উচিত এই বিষয়ে সোচ্চার হওয়া। অনলাইনে হোক বা অফলাইনে—এ নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হোক, প্রতিবাদ হোক।”

উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদেকুজ্জামান তনু বলেন, “একসময় তিস্তা ছিল প্রশস্ত ও খরস্রোতা নদী, কিন্তু এখন তা সরু হয়ে গেছে। ফলে বর্ষায় বন্যা আর শুষ্ক মৌসুমে পানির অভাবে মানুষ ভোগান্তিতে পড়ছে। বহুদিন ধরে উত্তরবঙ্গের মানুষ ন্যায্য পানির দাবিতে আন্দোলন করলেও বাস্তবায়ন হয়নি। তিস্তা নদী বৃহত্তর রংপুরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বর্তমান ইন্টেরিম সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত তিস্তার ন্যায্য হিস্যা আদায় করা হোক।”

তিস্তা নদী শুধু একটি জলস্রোত নয়, এটি উত্তরবঙ্গের মানুষের জীবন, জীবিকা ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বহুদিনের অবহেলা, অসম পানি বণ্টন এবং পরিকল্পনা বাস্তবায়নের দেরিতে এ অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মশাল মিছিল সেই অবহেলিত মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরেছে। এখন প্রয়োজন সরকারের দ্রুত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ, যাতে তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করে উত্তরবঙ্গের মানুষের মুখে আবারও হাসি ফোটানো যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি