মঙ্গলবার,১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


বাংলাদেশ থেকে কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে আগ্রহী চীন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০২৫

বাংলাদেশ থেকে কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে আগ্রহী চীন

বাংলাদেশ থেকে কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে আগ্রহী চীন

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ থেকে কাঁচা আম আমদানির পর এবার কাঁঠাল ও পেয়ারা আমদানির পরিকল্পনা করছে চীন। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা বাজারে বাংলাদেশের আরও উন্নতমানের কৃষিপণ্য প্রবেশের জন্য কাজ চলছে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “চলতি বছরের মে মাসে বাংলাদেশি কাঁচা আমের প্রথম চালান সফলভাবে চীনে রপ্তানি করা হয়। আমরা এখন কাঁঠাল ও পেয়ারার মতো ফলের প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ করছি।”

তিনি আরও বলেন, “চীন টানা ১৫ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে কাজ করছে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।”

রাষ্ট্রদূত জানান, গত বছরের আগস্ট থেকে ২০টিরও বেশি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে।

ইয়াও ওয়েন বলেন, “চীন ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশের করযোগ্য পণ্যের শতভাগের বেশি শূন্য-শুল্ক সুবিধা দিয়েছে। এটি উভয় দেশের পারস্পরিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রতি চীনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।”

তিনি বস্ত্র শিল্পে সবুজ রূপান্তর ত্বরান্বিত করতে জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি, পরিবেশবান্ধব উপকরণ এবং স্মার্ট উৎপাদন পদ্ধতির প্রসারে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, “টেক্সটাইল যন্ত্রপাতি, ডিজিটাল প্রিন্টিং এবং স্মার্ট প্রোডাকশন খাতে সহযোগিতা বাড়িয়ে একটি টেকসই সবুজ শিল্প শৃঙ্খল গড়ে তুলতে চীন আগ্রহী।”

২০২৫ সালকে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, “দুই দেশের বন্ধুত্ব সর্বদা পারস্পরিক লাভজনক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলছে।”

এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ (জিজিআই)-এর কথাও উল্লেখ করেন, যা সার্বভৌম সমতা, আন্তর্জাতিক আইন, বহুপাক্ষিকতা এবং জনগণকেন্দ্রিক উন্নয়নকে সমর্থন করে।

তিন দিনব্যাপী এই প্রদর্শনীটি আয়োজন করেছে স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড, যৌথ আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন (সিইএবি)। কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং সাংহাই ক্লাইমেট উইক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদ হাসান, বিসিসিআই সভাপতি খোরশেদ আলম, সিইএবি সভাপতি হান কুনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

— বাসস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি