প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘আগে নির্বাচনে একক প্রার্থী দেখা যেত। কোনো প্রার্থী না থাকায় এককভাবে জয়ের সুযোগ থাকত। এ জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) না ভোটের বিধান আনা হচ্ছে।’
শুক্রবার মাগুরা শহরের নবগঙ্গা নদীর তীরে জুলাই-আগস্ট স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রেসসচিব বলেন, ‘আপনার প্রার্থী পছন্দ না হলে না ভোট দিতে পারবেন। এটা করার মূল কারণ আপনারা জানেন, ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের এইচ টি ইমামসহ দলটির যারা নেতা ছিলেন তারা নির্বাচনকে এমন ম্যানুপুলেট করলেন যে ১৫৪টা আসনের প্রার্থীরা বিনা ভোটে জিতে গেলেন। নির্বাচন হওয়ার আগে ১৫৪টা আসনেই জিতে গেলেন তারা। তাদের নির্বাচন করার প্রয়োজন হলো না।
আপনি ভোট দিতে পারলেন না অথচ আওয়ামী লীগের ওই সব প্রার্থী জিতে গেল। এই রকম নির্বাচন যেন বাংলাদেশে আর না হয়। বাংলাদেশের মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে সেই জন্য বিধানটা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনতে দেশি-বিদেশি কোনো ধরনের চাপ নেই। নির্বাচন কমিশনই বার বার বলেছে আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারে না। পাশাপাশি সবাই বলছেন যারা চব্বিশের জুলাই-আগস্টে শত শত ছাত্র-সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের নির্বাচন করার কোনো সুযোগ থাকতে পারে না।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদটা সাইন হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সব দল একমত হয়েছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে।’
জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনকালে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।






















































