মঙ্গলবার,১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২৫


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী রবিউল হাসান (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অটোরিকশা চালক মারাত্মক আহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কংশনগরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মালবাহী ট্রাক চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত রবিউল হাসান উপজেলার ইউছুফপুর ইউনিয়নের পীর মহেশপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। আহত অটোরিকশা চালক আলমগীর হোসেন (৩২) একই উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মৃত অজিদ মিয়ার ছেলে। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে কংশনগর বাজারের আড়তে মাছ আনতে যাওয়ার পথে রবিউল এ দুর্ঘটনার শিকার হন।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আনিসুর রহমান জানায়, সড়ক দুর্ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত ও চালক আহত হয়েছেন। নিহতের পরিবার মামলা করতে অনাগ্রহ প্রকাশ করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি