♦ মনোনয়ন দৌড়ে বিএনপি’র একাধিক প্রার্থী
♦ ইয়াছিন ঠেকাও মিশনে গোপনে জোটবদ্ধ একাধিক প্রার্থী
♦ ইয়াছিন মনোনয়ন পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাক্কু
কুমিল্লা মহানগর, সদর, সদর দক্ষিণ ও ময়নামতি সেনানিবাস নিয়ে কুমিল্লা-৬ সংসদীয় আসন। এই আসন মূলত জেলার অক্সিজেন হিসেবে চিহিৃত।
মনোনয়ন দৌড়ে বিএনপি’র একাধিক প্রার্থী :
এই আসনে বিএনপি থেকে চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াসিন, সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাপ্পি দলের মনোনয়ন প্রত্যাশি। এছাড়া কুসিকের সাবেক মেয়র ও বিএনপি’র বহিস্কৃত নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মনিরুল হক সাক্কুও দলে ফিরতে পারলে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। তবে মনোনয়ন নিয়ে মূল লড়াইটা হবে হাজী ইয়াছিন ও মনিরুল হক চৌধুরীর মধ্যে। তৃণমূল বিএনপি এমনই মনে করছেন।
ইয়াছিন ঠেকাও মিশনে গোপনে জোটবদ্ধ একাধিক প্রার্থী:
কুমিল্লা-৬ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপি এখন দুইভাগে বিভক্ত। একদিকে হাজী ইয়াছিন, অপরদিকে বিএনপির বাকী সব। স্থানীয় একাধিক সূত্র জানায়, হাজী ইয়াছিনের মনোনয়ন ঠেকাতে উঠেপড়ে লেগেছে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী। বিগত দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে মনিরুল হক সাক্কুর বিপরীতে আওয়ামী প্রার্থীর পাশাপাশি হাজী ইয়াছিনের শ্যালক স্বেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। ফলে বিএনপির ভোট দুইভাগে বিভক্ত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত ও তাহসিন বাহার সূচনা দুইবারে মেয়র নির্বাচিত হন। মেয়র সাক্কুর পরাজয়ের জন্য হাজী ইয়াছিন ও নিজাম উদ্দিন কায়সারকে দোষারূপ করা হয়।
সাক্কু গ্রুপের লোকজন জানান, যদি ওই সময় নিজাম উদ্দিন কায়সার নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে সাক্কু হয়তো মেয়র পদে জয়লাভ করতো। এরপরেই সাক্কু ও ইয়াছিন গ্রুপের মধ্যে বিশাল দূরত্ব সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একে অপরের গ্রুপের বিরুদ্ধে নেতিবাচক তথ্য প্রচার করা অব্যাহত রেখেছে। এদিকে নতুন করে আসন পুর্নবিন্যাস হওয়ার পর সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা সদরের সাথে সংযুক্ত হওয়ায় মনিরুল হক চৌধুরী এই আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। মনোনয়ন প্রশ্নে তিনি কাউকে ছাড় দিবেন না বলে জানা গেছে।
এদিকে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াও মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এছাড়া অনেক নেতাকর্মী কাউসার জামান বাপ্পির প্রচারণা চালিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানান, কুমিল্লা সদরে অন্তত ৬ জন মনোনয়ন চাইবেন। হাজী ইয়াছিনকে ঠেকানোর জন্য আরো অনেকেই মনোনয়ন চাইতে পারেন। হাজী ইয়াছিন যাতে মনোনয়ন না পেতে পারেন সেজন্য সর্বোচ্চ তদবির চলছে বলে জানা গেছে। ইয়াছিন ছাড়া যেকোন ব্যক্তি পেলে একত্রে কাজ করবে, নতুবা স্বতন্ত্র প্রার্থীও দেখা যেতে পারে। সম্প্রতি মনিরুল হক সাক্কু দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করে তার মতামত জানিয়েছেন। তিনি মহাসচিবকে জানিয়েছেন হয় তাকে অথবা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিতে হবে, তাহলেই সদর আসন বিএনপির হবে। হাজী ইয়াছিন দলীয় মনোনয়ন পেলে বিদ্রোহী প্রার্থীও নির্বাচনে থাকবে বলে জানান। সূত্র এমনই দাবি করছে।
এ বিষয়ে হাজী আমিন উর রশীদ ইয়াছিন জানান, দল নিয়মমাফিক মনোনয়ন দিবে বলে আমি আশা করি। মনোনয়ন পাওয়ার জন্য দল কিছু ক্রাইটেরিয়া করেছে। যেমন- বিগত ১৫ বছর কারা দলের জন্য কাজ করেছে, দু:সময়ে নেতাকর্মীদের পাশে কে ছিল? ৫ আগষ্ট এরপর যারা মনোনয়ন চাইছে, তাদের দুর্নাম রয়েছে কি না। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমি দুই দুইবার নির্বাচন করেছি। আমি গত ১৭ বছরে প্রত্যেকটি নেতাকর্মীর পাশে ছিলাম । ৫ আগষ্টের পর কোন অন্যায়ে আমি জড়িত ছিলাম না। অতীতেও ছিলাম না।
বর্তমানে আমাদের সংসদীয় এলাকায় নতুন একটি উপজেলা যোগ হয়েছে। যেখানে ১ লাখ ৩০ হাজার ভোটার রয়েছে, আর আমাদের সদরে আছে ৫ লাখের উপর ভোটার। নতুন যেইটি যোগ হয়েছে, সেইটিও আমার পুরাতন এলাকা। ওইখানে আমার নিজের বাড়ি, আমার চৌদ্দগোষ্টির বাড়ি, ওইটা আমার জন্য নতুন না। আমি মনে প্রাণে বিশ্বাস করি দল সকল ক্রাইটেরিয়া বিবেচনা করে মনোনয়নের বিষয়ে আমাকেই প্রাধান্য দিবে । আমি কারো ব্যক্তিগত শত্রু না। আমিও কাউকে শত্রুও মনে করি না। তাই কেউ আমাকে শত্রু ভাববে তাও বিশ্বাস করিনা।
মনিরুল হক সাক্কু জানান, আমি মাঠে আছি, আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। দল যদি মনে করে আমার প্রয়োজন আছে, তাহলে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করবে। তখন আমি দলীয় মনোনয়ন চাইবো। আমি দলকে ভালোবাসি। যদি মনোনয়ন না পাই, তখন যেটা ভালো মনে হবে তখন তা করবো। দলের বাইরে সিদ্ধান্ত নিতে মন চায় না। কিন্তু যখন দেখি বিশ্বাসঘাতক, কাপুরুষরা বারবার সুবিধা নিচ্ছে, তখন খারাপ লাগে। শ্যালক দিয়ে দল চালালে তখন তো আর ভালো লাগেনা। তবে আমি সংসদ নির্বাচন করবো, তা নিশ্চিত।
এ বিষয়ে জানতে কাউসার জামান বাপ্পির মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে মোহাম্মদ মোস্তাক মিয়া জানান, ৪৬ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। জেলা ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল, জেলা বিএনপি, কেন্দ্রীয় বিএনপি সব জায়গাতেই রাজনীতি করেছি। এখনো দায়িত্ব পালন করছি। এত বছর রাজনীতি করার পর একটা সময় এসে সবার ইচ্ছে হয় নির্বাচন করার। আমিও নির্বাচন করতে চাই। আমি দলের কাছে মনোনয়ন চাইবো। দল যদি আমাকে বিবেচনা করেন তাহলে আমি নির্বাচন করবো। আর দল না চাইলে যেই মনোনয়ন পাবে, সবাই আমরা তার জন্য কাজ করবো। দিনশেষে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।
এ বিষয়ে জানতে মনিরুল হক চৌধুরীর মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।
তবে মনিরুল হক সমর্থিত একজন নেতা জানান, জেলা ও মহানগর বিএনপির বৃহৎ অংশ মনিরুল হক চৌধুরীর পক্ষে। আমরা নিশ্চিত তিনিই মনোনয়ন পাচ্ছেন। পারিবারিক রাজনীতি কেউ পচ্ছন্দ করে না। তাই মনিরুল হক চৌধুরীই এগিয়ে রয়েছেন।
বিগত সময়ে যারা বিজয়ী হয়েছেন:
স্বাধীনতা পরবর্তী প্রথম ও বিগত ৪ টি ভোটারবিহীন নির্বাচনে পতিত স্বৈরাচার আ’লীগের বাইরে কুমিল্লার এই আসনটি বিএনপি’র শক্ত ঘাটি। ’৭৯ এর সংসদ নির্বাচনে আসনটি বিএনপি’র কর্নেল (অবঃ) আকবর হোসেন বিজয়ী হয়েছিলেন। মাঝে ’৮৬,’৮৮ সালের নির্বাচনে এরশাদের জাতীয় পার্টির আনসার আহমেদ পরবর্তী ’৯১, ’৯৬, ২০০১ সালে আবারো আকবর হোসেন,তারপর স্বৈরাচার হাসিনার বিগত সময়ে ২০০৮-২০২৪ পর্যন্ত ভোটারবিহীন নির্বাচনে আ’লীগের রাম রাজত্ব ছিল।
আসনের মোট ভোটার:
এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ১৯১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৯৯ জন , নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৮৭ জন । সিটি করপোরেশনে ২ লাখ ৪২ হাজার ৪৫৪ ভোটার ,সদর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৮১ জন এবং ময়নামতি সেনানিবাস এলাকার ভোটার সংখ্যা ৪ হাজার ৬৫৬ জন। এর মধ্যে সিটি এলাকায় ২ জন এবং সদর উপজেলা অংশে ৩ জন মোট ৫ জন হিজড়া ভোটার রয়েছে ।


















































