সোমবার,১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে ২টি বিদেশি পিস্তল ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০২৫


স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকায় গাঁজার ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে কুমিল্লা যশপুর বিওপির আওতাধীন ধনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ১০ বিজিবির সিওই লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার যশোর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্তবর্তী ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে গাঁজার ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি