রবিবার,২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে বেগম রোকেয়া দিবসে অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০২৫


মোঃ জামাল উদ্দিন দুলাল:

বেগম রোকেয়া দিবসে কুমিল্লার দেবিদ্বারে ৫ অদম্য নারীকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন হলরুমে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মনা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে সুজন-সুশাসনের জন্য নাগরিক দেবিদ্বার উপজেলার সভাপতি এটিএমসাইফুল ইসলাম মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.আবদুল আওয়াল খন্দকার।

অন্যান্যদের বক্তব্য রাখেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ইয়াছমিন আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ফাতেমা আক্তার, সফল জননী মোসাম্মৎ নুরুন্নাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোসাঃ সাবিনা ইয়াসমিন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী হাসিনা আক্তার প্রমুখ।

বক্তারা নারী শিক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি