কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন ঢালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির। নিয়ম অনুযায়ী বাছির ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তার জায়গায় বদরপুর ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
শনিবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, অহিদ মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী জানায়, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান গ্রেফতারের সংবাদ শুনেছি। তবে ওই ইউনিয়নে কাকে পরবর্তী দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। নিয়ম অনুযায়ী পরবর্তী প্যানেলের কাউকে অথবা প্রশাসক নিয়োগ দেওয়া হবে সেখানে।


















































