কুমিল্লা নগরীর তেলিকোনা নূরপুর এলাকায় নবনির্মিত ‘কুমিল্লা কিংস এ্যারেনা টার্ফ’ ফুটবল মাঠের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে এই আধুনিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাওার খান কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আরিফ খান।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ খান বলেন, এই টার্ফ ফুটবল মাঠটি মূলত যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে। তরুণরা যেন সুস্থ ও সুন্দর পরিবেশে খেলাধুলা করতে পারে, সেটিই এর মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, বর্তমানে তরুণ প্রজন্মের একটি বড় অংশ মোবাইল ও কম্পিউটারভিত্তিক বিনোদনে আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই কুমিল্লার তরুণদের ঘরে বসে নয়, মাঠে এসে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মো. হোসেন, শরিফুল ইসলাম ছোটন, নাফিজ জাহান নিপুণ, জামিল হোসেন বাপ্পি, স্বপন মিয়া, মো. মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


















































