রবিবার,২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০২৫

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় অস্ত্র বহনকারী অজ্ঞাতনামা সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ক্যাফে ৩৫০০-এর উত্তর পাশে গোমতী নদীর পাড়ে একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতকারী ওই এলাকায় অবস্থান করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১১ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি