কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ জানুয়ারি) নিয়মিত সীমান্ত নজরদারি ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর এলাকায় একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করা হয়। ট্রাকটি তল্লাশি করে এর ভেতর থেকে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, রেডবুল এনার্জি ড্রিংক, ডাবর আমলাসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য রয়েছে।
জব্দ করা পণ্যগুলো বিধি মোতাবেক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।


















































