শনিবার,১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মা-ছেলেসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০২৬


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মা-ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৪৭ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় শিবু পালের দোতলা ভবনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন শিবু পাল (৪০), মো. মিল্লাত (২০) ও মিল্লাতের মা সাজিয়া বেগম (৪৫)।

রবিবার (৪ জানুয়ারি) রাতে থানা সূত্রে জানা গেছে, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় শিবু পালের দোতলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনের দোতলা থেকে আরো দুইজনকে আটক করা হয়।

তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে ২২ পিস এবং অপরজনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (৪ জানুয়ারি) সকালে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি