সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যেতে আগ্রহী নয় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন নির্বাচনের চেয়ে খালেদা জিয়ার মুক্তিই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যেতে আগ্রহী নয় বিএনপি। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন ভোটের পরিবেশ তৈরি হলে মুক্ত খালেদা জিয়াকে সঙ্গে নিয়েই সংসদ নির্বাচনে লড়বেন তারা। তবে দল প্রধানের মুক্তির আন্দোলনের পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতি রাখছে বিএনপি।

এক মাসের বেশি সময় ধরে কারাগারে জিয়া অরফানেজ মামলায় দন্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। উচ্চ আদালতে তিনি জামিন পেলেও আইনি জটিলতায় মুক্তি পাননি এখনও। আর দল প্রধান মুক্ত না হলে ২০১৪ সালের মতো নির্বাচন বর্জনের পক্ষে দলটির নেতারা।

জ্যেষ্ঠ নেতারা বলছেন, আগামী নির্বাচনের জন্য প্রার্থী বাছাই জরিপসহ সব ধরণের প্রস্তুতি রাখছি। পরিস্থিতি বুঝে নেয়া হবে ভোটে যাওয়া না-যাওয়ার সিদ্ধান্ত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, মোটামুটিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করে রেখেছি। অনেক জায়গায় আমাদের যে সম্ভাব্য একাধিক প্রার্থী আছে, সেখানে সাংগঠনিকভাবে এবং ধারাবাহিকভাবে প্রার্থীদের মূল্যায়ন করা হচ্ছে। সে মূল্যায়নের মাধ্যমে আমাদের কাছে একাধিক সম্ভাব্য প্রার্থীর তালিকা ইতোমধ্যে করা আছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা নির্বাচনমুখী একটি দল। আমরা গণতান্ত্রিক দল। আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে মানুষ আগামী দিনে ভোট প্রয়োগের জন্য তারাও তৈরি হচ্ছে।

পূর্বাশানিউজ/ ২২ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি