সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আ.লীগের মনোনয়নে আসছে তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী মনোনয়নে অনেক এমপি-মন্ত্রীই প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন বলে জানা গেছে দলীয় সূত্রে। এমনই জোর আবাস মিলছে কেন্দ্রীয় নেতাদের কয়েকজনের সাথে কথা বলে। নাম প্রকাশ না করার শর্তে একজন কেন্দ্রীয় নেতা বলেন, প্রার্থী মনোয়নে নেত্রীর ওপর সবকিছুই নির্ভর করছে। এক্ষেত্রে তিনি তৃণমূলের তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থীদের বেশি প্রাধান্য দিচ্ছেন।

আওয়ামী লীগের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠজরিপে বর্তমান এমপিদের নানা অপকর্ম, এলাকায় অবস্থান এবং বিকল্প প্রার্থীদের নামও উঠে এসেছে। আর নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং বিএনপি নির্বাচনে অংশ নেবে। এ হিসাব কষেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের প্রার্থী বাছাই করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের মনোনয়ন বোর্ডের তিন সদস্য জানান, নির্বাচনকে সামনে রেখে মূলত প্রার্থীদের দু’টি তালিকা করেছেন সভাপতি শেখ হাসিনা। একটি হচ্ছে বিএনপি নির্বাচনে না এলে এবং আরেকটি হচ্ছে বিএনপি নির্বাচনে এলে। আর শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসায় দ্বিতীয় তালিকাটিই প্রাধান্য পাচ্ছে। কারণ, বিএনপি আসায় নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এ ছাড়া এবার জোটের কলেবর বাড়ার কারণেও অনেকে বাদ পড়তে পারেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল থেকে জানা যায়, এরকম বিতর্কিত প্রায় এক শ’র বেশি আসনে জনপ্রিয় ও ক্লিন ইমেজের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিতর্কিত এমপিদের আসনগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) নীলফামারী-৩, নীলফামারী-৪, লালমনিরহাট-১, লালমনিরহাট-৩, রংপুর-১, রংপুর-২, রংপুর-৫, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, কুড়িগ্রাম-৩, গাইবান্ধা-১, গাইবান্ধা-২, গাইবান্ধা-৩, জয়পুরহাট-২, বগুড়া-৫, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-১, চাঁপাইনবাবগঞ্জ-২, নওগাঁ-৫, রাজশাহী-৩, রাজশাহী-৫, রাজশাহী-৬, নাটোর-২, সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৪, সিরাজগঞ্জ-৫, পাবনা-১, পাবনা-২, মেহেরপুর-২, ঝিনাইদহ-৩, যশোর-১, যশোর-২, যশোর-৫, যশোর-৬, মাগুরা-১, বাগেরহাট-৪, খুলনা-৩, খুলনা-৬, পটুয়াখালী-১, বরিশাল-২, বরিশাল-৫, টাঙ্গাইল-১, টাঙ্গাইল-২, টাঙ্গাইল-৬, টাঙ্গাইল-৮, জামালপুর-২, ময়মনসিংহ-৭, ময়মনসিংহ-৮, নেত্রকোনা-২, নেত্রকোনা-৩, নেত্রকোনা-৪, মুন্সীগঞ্জ-১, ঢাকা-২, ঢাকা-৮, ঢাকা-১৪, ঢাকা-১৫, ঢাকা-২০, গাজীপুর-৫, নারায়ণগঞ্জ-৩, মাদারীপুর-৩, শরীয়তপুর-২, শরীয়তপুর-৩ আসনসহ আরো কয়েকটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি