মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কোনো দল সরে গেলেও নির্বাচন সরে যাবে না: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছে, তারা নির্বাচন থেকে সরে গেলেও নির্বাচন সরে যাবে না। কেউ নির্বাচনে না আসলেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বুধবার (৫ ডিসেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জনগণই আমাদের আস্থা, জনগণই আমাদের ক্ষমতা, জনগণ ক্ষমতায় রাখতে পারে জনগণই ক্ষমতাচ্যুত করতে পারে। বিদেশীদের কাছে ধরনা দিয়ে লাভ নেই তারা ক্ষমতায় বসাতে পারবে না। আমরা আগে থেকেই বলেছি বিদেশীদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষক জন্য সুন্দর একটি সুষ্ঠু পরিবেশ ও রেখেছে।

নির্বাচন বানচাল করার জন্য লন্ডন থেকে নীলনকশার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, লন্ডন থেকে নির্বাচন বানচাল করার জন্য নীলনকশা করা হচ্ছে। দেশের জনগণ উৎসবমুখর সুন্দর পরিবেশে নির্বাচন চায়। জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন বানচাল চেষ্টা করা হলে জনগণকে নিয়েই জবাব দেওয়া হবে।

বিএনপি সবসময় বড় বড় কথা বলে জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোন উন্নয়নের কাজ নেই। তারা শুধু বড় বড় কথা বলতে পারে দেশের জন্য, জনগণের জন্য, কোনো উন্নয়নমূলক কাজ করতে পারে না।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলে ৯ তারিখের পরে সঙ্গে সঙ্গে চিরস্থায়ী ভাবে বহিষ্কার করা হবে এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জোটসহ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে দু’একদিনের মধ্যেই প্রার্থী চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে । ঘোষণা করার পর পরই বিদ্রোহীরা প্রত‍্যাহার না করলে দল থেকে সঙ্গে সঙ্গে চিরস্থায়ী ভাবে বহিষ্কার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউসার আহমেদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি