মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কার্যকরভাবে গেড়ে বসেছে, বললেন শামসুজ্জামান দুদু


গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কার্যকরভাবে গেড়ে বসেছে, বললেন শামসুজ্জামান দুদু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খলার দিকে গেলে তার দায় যে সরকার থাকবে তাকেই নিতে হবে। কিন্তু শাসন ব্যবস্থা যদি জবাবদিহিতামূলক ও গণতান্ত্রিক না হয়, তখন এই ক্ষেত্রে দেখা যাবে যে, রাজনীতির অংশটি সরকার পরিচালনা করছে। বিরোধী দল এই অব্যবস্থাপনার বিরুদ্ধে একটি কার্যকর আন্দোলন গড়ে তুলবে। বৃহস্পতিবার রাতে সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নুসরাত যখন পুলিশের কাছে যায় তখন দেখা যায় তাকে ক্যামেরার সামনে বসিয়ে পুলিশ হাসাহাসি করছে। ঐ অফিসার ভাবেননি সরকারের দিক থেকে বিপদ আসতে পারে এবং বিরোধী দল থেকেও কার্যকর আন্দোলন হতে পারে। কিন্তু দুটোর একটিরও মুখোমুখি সে হয়নি। অথাৎ সরকারি দলের যে দায়িত্ব ছিলো তারা সেটা পালন করেনি আর বিরোধী দলের রাজনীতিবিদদের যে কার্যকার প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন ছিলো, সেটাও হয়নি। সামগ্রিক পরিস্থিতে দেশে এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কার্যকরভাবে গেড়ে বসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি