বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিজ হাতে ধরা সাপের কামড়েই মারা গেলেন কুমিল্লার তিতাসের সেই সাপুড়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৯

সাকিব আল হেলাল।।
তন্ত্র মন্ত্রের জোরে নয় মনের সাহসে সাপ ধরে জীবিকা নির্বাহ করা কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের দিনমজুর সিদ্দিক মিয়া (৪৫)আর নেই।

শনিনার দিবাগত রাতে (৬ অক্টোবর) নিজ হাতে ধরা সাপের কামড়ে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহী…. রাজিউন)।

ছিদ্দিক মিয়া বিষধর সাপ ধরা, সর্পদংশনের বিষ নামানোসহ সাপের বিষ ও দাঁত দিয়ে চিকিৎসা করে এলাকায় পরিচিতি লাভ করেছেন দিনমজুর সিদ্দিক মিয়া।

সিদ্দিক মিয়া তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মৃত নাগর এর ছেলে। তিনি সাপ ধরার পাশাপাশি অবসর সময় রিকশাও চালান।

পারিবারিক সূত্রে জানা যায়, তার কাজের নানা অভিজ্ঞতার কথা। প্রায় ৩০ বছর ধরে তিনি কোন রকমের জাদু, টোনা, মন্ত্র ছাড়াই সাপ ধরা, সর্পদংশনের বিষ নামানোসহ সাপের বিষ ও দাঁত দিয়ে চিকিৎসা করে আসছে। তিনি ছোট বেলা থেকেই সাপ নিয়ে খেলা করার প্রতি উৎসাহী ছিলেন। আর সে উৎসাহ থেকে আজ সাপ ধরা তার নেশা ও পেশা হয়ে উঠেছে। আর সেই শখের সাপ ধরার নেশাই জীবনের অবসান ঘটালো সেই সাপ।নিজের ধরা সাপের কাঁমড়ে শনিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাপুড়ে ছিদ্দিক মিয়ার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি