মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আরব আমিরাতের আবায়া শিল্প দখল করে আছে বাংলাদেশিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সংযুক্ত আরব আমিরাতের আবায়া শিল্প দখল করে আছে প্রবাসী বাংলাদেশিদের বিশাল একটি অংশ। গত কয়েক দশকে এই খাতে বাংলাদেশিদের অবদান চোখে পড়ার মতো।

মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতসহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবায়া বা বোরকার চাহিদা অনেক বেশি। এ অঞ্চলের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক আবায়া। এই শিল্পের পেছনে যুগ যুগ ধরে যারা সুনিপুণ হাতের ছোঁয়ায় কাজ করছেন, তাদের ৮০ ভাগই বাংলাদেশি। বলতে গেলে এই শিল্পটি পরিচালনায় নিয়ন্ত্রণ ভাগে রয়েছে বাংলাদেশিরাই।

প্রবাসী ব্যবসায়ীরা জানান, আবায় তৈরি জন্য বাংলাদেশিদের বেছে নেনে আরবরা। কেননা বাংলাদেশিরা দক্ষ হাতে এগুলো তৈরি করে থাকেন।

সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণসহ বিভিন্ন কারণে অসংখ্য ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলেও শিল্পটি হাতছাড়া করতে চান না প্রবাসী ব্যবসায়ীরা। তাই এ বাজারটি চাঙ্গা রাখতে অবিরাম শ্রম দিয়ে যাচ্ছেন তারা।

আরেকজন বাংলাদেশি জানান, এ ব্যবসার (আবায়) সঙ্গে প্রবাসী ভাইয়েরা জড়িত। কিন্তু করোনার কারণে এ ব্যবসায় ধস নেমেছে।

সংযুক্ত আরব আমিরাতে এই শিল্পের সাথে জড়িত রয়েছে প্রায় ৫০ হাজার বাংলাদেশি। তাছাড়া এ শিল্পের জন্য বাংলাদেশিদের দক্ষতা ও সুনাম ইতোমধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে।

প্রবাসীরা বলছেন, মধ্যপ্রাচ্যে আবায়া শিল্পে প্রবাসীদের আধিপত্য ধরে রাখতে হলে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি