শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ নিহত ৪, পুড়েছে ৫০টি ঘর


গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ নিহত ৪, পুড়েছে ৫০টি ঘর


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার কালামপুরে সোমবার (১১ জানুয়ারি) ভোর সোয়া পাঁচটার দিকে একটি বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। ধারনা করা হয় সকালে রান্না করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। আগুনে পাশাপাশি থাকা চারটি বাসার প্রায় ৫০টি টিনশেড ঘর পুড়ে গেছে।

নিহত ব্যক্তিরা হলেন মুন্নি বেগম (৩০) ও তাঁর স্বামী মিলন মিয়া (৪০)। তাঁদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সন্ধ্যাইলপুর গ্রামে। অন্য দুজন হলেন প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) ও আবদুল আউয়াল (৪০)। ফরহাদ হোসেন একই গ্রামের আশরাফ আলীর ছেলে। আর আবদুল আউয়াল গাইবান্ধার জগন্নাথপুরের পলাশবাড়ী গ্রামের উসমান গনির ছেলে।

কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, কালামপুর এলাকার মোহাম্মদ আলীর একজন ভাড়াটে ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন আশপাশের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল সাতটার দিকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভান।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। লাশগুলো ময়নাতদন্ত শেষে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি