মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ধর্মীয় উগ্রবাদকে উসকে দেওয়ার অপরাধে’’ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০২১

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের নিউমার্কেট এলাকা হতে “ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদকে উসকে দেওয়ার অপরাধে’’ গোলাম মাওলা (২৬) নামের এক যুবককে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

১৩ অক্টোবর নগরীর নানুয়ার দিঘীর পাড় পূজা মন্ডপের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গোলাম মাওলা তার নিজের ফেইসবুক ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

ঘটনার সূত্রে জানা যায়, গোলাম মাওলা (২৬)নিজে একটি দোকানে ভিডিও এডিটর হিসাবে কাজ করে। ঘটনার সময় গোলাম মাওলা (২৬) নিজে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নানুয়ার দিঘীর পাড় পূজা মন্ডপে গিয়ে পূজা মন্ডপের বিভিন্ন ছবি সংগ্রহ করে এবং সেই সব ছবিতে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে নিজের ফেইসবুক ও ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

উক্ত ঘটনা র‌্যাব-১১,সিপিসি-২, কুমিল্লার নজরে আসলে র‌্যাব-১১, সিপিসি-২,কুমিল্লা বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত ঘটনার সত্যতা পায়। যার পরিপ্রেক্ষিতে র‌্যাব-১১,সিপিসি-২,কুমিল্লা এর একটি আভিযানিক দল ১৪ অক্টোবর রাতে সদরের নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমফেসবুক এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা, উস্কানীমূলক ছবি, ভিডিও ও অপপ্রচারমূলক লেখাপোষ্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা এবং ধর্মীয় উগ্রবাদকে উসকে দেওয়ার জন্য গোলাম মাওলাকে আটক করে ।

আটককৃত গোলাম মাওলা কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর মধ্য দক্ষিণপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ।

এ ঘটনায় আসামীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি