শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রেনে পাথর নিক্ষেপ, শিশুসহ ৩ যাত্রী আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০২১

ডেস্ক রিপোর্ট:

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার রাতে কুমিল্লার সদর উপজেলার বানাশুয়া ব্রিজের আগে ট্রেনে পাথর নিক্ষেপের এ ঘটনা ঘটে।

আহত দুজনের নাম জানা গেছে- তারা হলেন- শিশু নুসরাত জাহান মুন (৮), কামরুল ইসলামসহ (৫০)।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন বানাশুয়া এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে ট্রেনটির ৬০১৭ নম্বর বগির ১ নম্বর কেবিনের জানালার গ্লাস ভেঙে পাথর ভিতরে ডুকে যায়। এ সময় পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়।

এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের ওপর একটি কাগজ লাগিয়ে দেন।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি এবং জড়িতদের আটকের চেষ্টা করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি