মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বরিশালে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম


বরিশালে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

নৌযানসহ সব গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত, নৌবন্দরের ঘাট টিকিট মওকুফ ও নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

নগরীর সদর রোডে রোববার সকাল ১০টায় বরিশালের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে নগরীর সদর রোড ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। পরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, বিএম কলেজের সংগঠক কিশোর চন্দ্র বালা, বিএম কলেজের শিক্ষার্থী প্রদীপ কুমার দাস রাহুল ও বরিশাল কলেজের ছাত্র রিফাত প্রমুখ।

বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সব পরিবহণের ভাড়া বেড়েছে। ভাড়া বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই নৌযানসহ সব গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি নৌবন্দরে প্রবেশে ঘাট টিকিট মওকুফ ও নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানান। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষার্থীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি