মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ প্রেসক্লাব কাতারের মুজিব শতবর্ষ ক্যালেন্ডার উন্মোচন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০২২

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কাতারে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব’ কাতার এর উদ্যোগে ‘মুজিব শতবর্ষ বিশেষ পঞ্জিকা-২০২২’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) রাত ১০টায় কাতারের রাজধানী দোহার নাজমা অভিজাত হোটেলে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর পঞ্জিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোঃ শামিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মোড়ক উন্মোচনকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে মোঃ কপিল উদ্দিন, ইঞ্জিনিয়ার আবু রায়হান, মাহবুবুর রহমান বাবু, নুরুল আবসার বাবুল, বোরহান উদ্দিন মোল্লা, বাবু হারাধন শীল, মশিউর রহমান মিঠু, এসকে শফিক, আহমেদ মালেক, বদরুল ইসলাম, শোয়েব আহমেদ, মহিউদ্দি চোধুরী, আব্দুল মান্নান, জাহিদুর রহমান, মানিক চৌধুরী, রুহুল আমীন, দেলোয়ার হোসেন, শাহনাজ চৌধুরী, মোঃ বধরুল, এমএ মান্নানসহ অনেকে।

সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ্‌ সজিব।

প্রধান অতিথির বক্তব্যে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি মোঃ কপিল উদ্দিন আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ বিশেষ ক্যালেন্ডার একটি প্রশংসনীয় উদ্যোগ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে বছরব্যাপী প্রেসক্লাবের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি