শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তুরস্কের ক্ষতিগ্রস্ত ১০ শহরে স্কুল বন্ধের ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কে ভূমিকম্প কবলিত ১০ শহরের শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকাত এই ঘোষণা দেন।

কাহরামানমারাস, হাতে, গাজিয়ানতেপ, ওসমানিয়ে, আদিয়ামান, মালাতিয়া, আদানাসহ ১০ শহরের স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহ বন্ধ থাকবে।
এছাড়াও হাতে প্রদেশের বিমানবন্দরে বিমান চলাচলও স্থগিত করা হয়েছে। মারাস ও আন্তেপের বিমানবন্দরগুলোতেও বিমান চলাচল বন্ধ থাকবে।

৭.৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৯১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তুরস্ক। আহতের সংখ্যাও রাষ্ট্রীয় ঘোষণা মতে, ছয় হাজার প্রায়। এরইমধ্যে তুরস্কে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর দিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা। প্রতিষ্ঠানটির জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ৭.৫।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি