শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মার্চে পোশাক রফতানি বেড়েছে ৯.২ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

Germents-400x264
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে অব্যাহতভাবে বাড়ছে পোশাক রফতানি। এর ধারাবাহিকতায় এক বছর আগের তুলনায় মার্চে রফতানি বেড়েছে ৯.২ শতাংশ। এ মাসে মোট রফতানি হয়েছে ২.৮৩ বিলিয়ন মার্কিন ডলারের। সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।

রফতানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, এক বছর আগের তুলনায় ২০১৫-১৬ অর্থবছরে প্রথম তিন চতুর্থাংশে রফতানি বেড়েছে ৮.৯৫ শতাংশ। অর্থাৎ জুলাই-মার্চে রফতানি বেড়ে দাঁড়িয়েছে ২৪.৯৫ বিলিয়নে ডলারে।

জুলাই থেকে মার্চ মাসে তৈরি পোশাক নিটওয়ার ও ওভেন বিক্রি হয়েছে মোট ২০.৪৪ বিলিয়ন মার্কিন ডলারের। এক বছর আগের তুলনায় তা বেড়েছে ৯.৮ শতাংশ।

দক্ষিণ এশিয়ার ১৬ কোটি মানুষের বাংলাদেশে তৈরি পোষাক বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান বাহন। গার্মেন্টসে স্বল্প শ্রমমূল্য ও পশ্চিমাদের সঙ্গে সহজ বাণিজ্য চুক্তি চীনের পরে বিশ্বের দ্বিতীয় তৈরি পোশাক রফতানি দেশের গৌরব অর্জনে সাহায্য করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি