শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তেলে ১ টাকা কমলে ভাড়া কমবে ১ পয়সা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৬

2016_04_07_13_01_42_U5IQuQExYb9XywaL4wd5QwPXVUevvI_original
ডেস্ক রিপোর্টঃ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তেলের দাম যদি এক টাকা কমে, তাহলে গণপরিবহনের ভাড়া ১ পয়সা কমবে। এভাবে প্রতি লিটারে তেলের দাম যত টাকা কমবে, প্রতি কিলোমিটারে ভাড়াও তত পয়সা কমবে।

বৃহস্পতিবার  (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ এলেনবাড়ি’র বিআরটিএ কার্যালয়ে ‘পরিবহন বিষয়ক সমস্যাদি নিয়ে বিআরটিএ’র সদর দপ্তর, মিরপুর, ইকুরিয়া এবং উত্তরা সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘তেলের দাম কমানোর আভাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তবে এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন জারি হলে তেলের দাম কমানো হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি