বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী বাজেটের আকার বাড়ছে ২৯ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৬

b1-400x239
ডেস্ক রিপোর্টঃ

২৯ শতাংশ আকার বাড়িয়ে তৈরি করা হচ্ছে আগামী অর্থবছরের বাজেট। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে সাত দশমিক দুই শতাংশ।  মূল্যস্ফীতি নামিয়ে আনা হচ্ছে ৫ দশমিক ৮ শতাংশে। রাজস্ব আদায়ে বড় লক্ষ্যের পাশাপাশি এডিপির আকারও বাড়ছে ২১ ভাগ।

ছয়ের বৃত্ত ভেঙ্গে সাতের ঘরে পৌঁছেছে দেশের মোট দেশজ উৎপাদন-জিডিপি। পরিসংখ্যান ব্যুরোর মূল্যায়নে প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক শূণ্য পাঁচ শতাংশ। আগামী অর্থবছর তা আরো বাড়াতে বড় বাজেট দিচ্ছে সরকার।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার ছয় কোটি টাকার বাজেট তৈরি করা হচ্ছে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে দুই লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এর ৮৪ শতাংশেরই যোগান দেবে জাতিয় রাজস্ব বোর্ড-এনবি আর।

ঘাটতি বাজেট অর্থায়নে ব্যাংকিং খাত থেকে ৪৩ হাজার ৭৭৪ কোটি টাকার ঋণ নিতে চায় সরকার। ব্যাংক বহির্ভূত খাত থেকে আসবে আরো অর্ধেক পরিমাণ অর্থ। সেক্ষেত্রে জিডিপির পাঁচ শতাংশেই থাকবে বাজেট ঘাটতি।

বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণও বাড়ছে। এডিপির আকার হচ্ছে এক লাখ ১০ হাজার ২৬৪ কোটি টাকা। এর ৬৪ ভাগই নিজস্ব অর্থায়ন। বাকি টাকা আসবে বিদেশি ঋণ ও সহায়তা থেকে।

বাজেটের আকার নিয়ে চিন্তিত নন অর্থনীতিবিদেরা। তাদের মতে জনসংখ্যা ও অর্থনীতির সাথে পাল্লা দিয়েই বাড়বে বাজেটের আকার। তবে নিশ্চিত করতে হবে গুনগত বাস্তবায়ন। চলতি অর্থবছরের বাজেট ইতিমধ্যে ১০ শতাংশ কমিয়ে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকায় নামিয়ে এনেছে সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি