শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


তুষারের ভারে ছাদ ধসে পড়ার আতঙ্ক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

56355abcfd9b2816a981a2015414f576-01যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো নগরে সপ্তাহজুড়ে ভারী তুষারপাত গত শুক্রবার শেষ হয়েছে। তাই বলে স্বস্তিতে নেই নগরের মানুষ। ঘরবাড়ি ও রাস্তাঘাট সবখানেই পুরু হয়ে জমেছে তুষারের স্তূপ । বিশেষ করে ছাদের ওপর জমে থাকা তুষারের ভারী স্তূপ এখন বেশ বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। এসব বাড়ির মানুষের আতঙ্ক—এই বুঝি ছাদটা ধসে পড়ে!
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, গতকাল রাতে ৩০টির বেশি বাড়ির ছাদ ধসে পড়েছে। এসব বাড়ির বেশির ভাগই খামার ও সমতল ছাদের বাড়ি। আবহাওয়ার পূর্বাভাসে এর মধ্যে বৃষ্টি ও গরম পড়ার কথা বলা হয়েছে। এতে তুষারপাত-কবলিত এলাকায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
আকস্মিক এ তুষারপাতে পশ্চিম নিউইয়র্কে কমপক্ষে ১২ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি