বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারত ও চীন থেকে ব্যবসা গোটাচ্ছে আমাজন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৪

amazon2_41744বিশ্বের প্রথম সারির অনলাইন রিটেলার সংস্থা ‘আমাজন’ ভারত থেকে নিজের ব্যবসা সড়িতে নিতে চাইছে। মূলত আইনী জটিলতার কারণেই ভারতে আর ব্যবসা টিকিয়ে রাখতে চাইছে না আমাজন। ভারতের পাশাপাশি চীন থেকেও ব্যবসা গোটাতে চাইছে আমাজন।

মার্কিন নিরাপত্তা ও এক্সচেঞ্জ কমিশনের কড়াকড়ির কারণেই ভারত ও চীনে খুব বেশিদিন ধরে ব্যবসা চালাতে অক্ষম হয়ে পড়ছে আমাজন। লাইসেন্স বাতিল ও জরিমানাই হল এর প্রধান কারণ।

আমাজনের মতে ভারতীয় আইনে বেশ কিছু সমস্যা রয়েছে, যেদিকে ভারত সরকার নজর দিচ্ছে না। ভারতে ব্যবসা করতে গেলে আমাজনের তৃতীয় ব্যক্তির প্রয়োজন।

এফডিআইয়ের আইন সঠিক পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই ইতিমধ্যেই আমাজনের ব্যবসা ক্ষেত্রে নাক গলিয়েছে ভারত সরকার। তাই আমাজনের বিরুদ্ধে ভারত সরকার কোন পদক্ষেপ নেওয়ার আগেই এদেশ থেকে ব্যবসা গোটাতে চায় আমাজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি