শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


২০১৪ সালের সেরা ছবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৫

98526_best-picture
পূর্বাশা ডেস্কঃ
‘কারদেসে আলবিদা’ (আমার ভাইয়ের বিদায়)

ফিলিস্তিনি ফটোগ্রাফার আলী হাসানের ‘কারদেসে আলবিদা’ (আমার ভাইয়ের বিদায়) ছবিটিকে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু তাদের বর্ষসেরা ছবি হিসেবে ঘোষণা করেছে। হৃদয়বিদারক এই ছবিতে ৯ বছরের ফিলিস্তিনি শিশু আনসামকে তার ছোট ভাই সামেহ জুনাইদের মৃত্যুতে শোক প্রকাশ করতে দেখা যাচ্ছে। গাজা উপত্যাকার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলি ট্যাংক হামলায় শিশুটি মারা যায়। ওই হামলায় তাদের বাড়িটিও গুঁড়িয়ে যায়।

গত বছর ইসরাইলের ওই নৃশংস হামলায় অন্তত ২২ শ’ লোক নিহত হয়। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইলিরা পরিকল্পিতভাবে শিশুদের হত্যা করেছে।

তুরস্ক এবং বিশ্বের অন্যান্য স্থানের ৩৫ হাজার ছবি থেকে এটি বাছাই করা হয়।

বার্তা সংস্থাটি তুর্কি ফটোগ্রাফার ওজকান বিলগিনের নেয়া ‘আলতিন সারিসি ইয়োকুলুক (সোনালি হলুদের সফর) ছবিটি লাইফ ক্যাটাগরিতে প্রথম হয়। এতে তুরস্কোর পূর্বাঞ্চলীয় প্রদেশ বিনগলে এক রাখালের তার মেষগুলো চড়াতে দেখা যায়।

সূত্র : ডেইলি সাবাহ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি