বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবারও খালেদার পাশে নেই শীর্ষ নেতারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৫

begum-khaleda-zia

পূর্বাশা ডেস্কঃ
দলের সবচেয়ে প্রয়োজনীয় এবং সংকটময় পরিস্থিতিতে এবারও খালেদাকে একা রেখে আত্মগোপনে রয়েছেন প্রথম সারির নেতারা। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ অন্যান্য শীর্ষ নেতারা প্রায় সকলেই আত্মগোপনে রয়েছেন। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

 মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ প্রথম সারির নেতারা আত্মগোপনে

গত বছরের ২৯ ডিসেম্বর একই পরিস্থিতিতে খালেদা জিয়াকে একাই সংকট সামাল দিতে দেখা যায়। তখন বিএনপি নেতারা বলেছিলেন তারা এক বছরের মধ্যে দলের সাংগঠনিক অবস্থার উত্তরণ ঘটিয়ে সরকার বিরোধী আন্দোলনে শামিল হবেন। বিএনপির সাংগঠনিক অবস্থার উন্নয়নে সাদেক হোসেন খোকাকে ঢাকা মহানগরের দায়িত্ব থেকে সরিয়ে মির্জা আব্বাসকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এবারও দলের প্রয়োজনে তাদের কাউকেই পাওয়া যাচ্ছেনা।

উল্লেখ্য যে, খালেদা জিয়া শনিবার রাত সাড়ে আটটার দিকে কার্যালয়ে প্রবেশ করেন। এরপরই কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। রাতে খালেদা গাড়ি নিয়ে বের হতে চাইলে গেটের সামনে রাখা গাড়ির জন্য কার্যালয় থেকে বের হতে পারেননি।

রাজধানীর নয়া পল্টনের বিএনপির দলীয় কার্যালয়ের অফিস সহকারি রুস্তম আলীকে দিয়ে তালা দিয়েছে পুলিশ। বিএনপি যুগ্মমহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীকে অ্যাম্বুলেন্সে করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়। এর পর আইন-শৃঙ্খলাবাহিনী দলীয় কার্যালয়ে ঢুকে বেশ কয়েকটি কক্ষ তল্লাশি চালায় রাত প্রায় ০১:০০ টার দিকে। এরপর অফিস সহকারি রুস্তম আলীকে ডেকে বিএনপির দলীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা মেনে দেয় আইন-শৃঙ্খলাবাহিনী। এর পরে রুস্তম আলী তালা চলে যায়, কিন্তু তালা দেয়ার পরও আইনÑশৃঙ্খলাবাহিনী বিএনিপর দলীয় কার্যালয় ঘিরে রেখেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি