শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদিতে বিমান হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌদিতে বিমান হামলায় ইয়েমেনের মারিব প্রদেশে সাত বেসামরিক নাগরিকসহ নারী ও শিশু নিহত হয়েছে। শনিবার ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশনের বরাত দিয়ে খবরটি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেসটিভি।

এই হামলার বিষয় কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্দান, মরোক্কো এবং সুদান – জনপ্রিয় হউতি আনসারুল্লাহ আন্দোলন চূর্ণ করার চেষ্টা করে । ইয়েমেনের প্রাক্তন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি মার্চ ২০১৫সাল থেকে ইয়েমেনকে পুনর্বহাল করার লক্ষ্যে করেছে।রিয়াদের সঙ্গে আব্দ রাব্বু মনসুর হাদির খুব ঘনিষ্ঠ বন্ধত্ব আছে ।

প্রায় দেড় বছর আগে প্রচারণা শুরু হওয়ার পর থেকে ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধের কারণে হাসপাতাল, স্কুল ও ফ্যাক্টরি সহ আরব প্রিনিনসুল দেশের বেশিরভাগ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সৌদির যুদ্ধের কারণে ইয়েমেন জুড়ে একটি মারাত্মক কলেরা মহামারী সৃষ্টি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী, ২৪ এপ্রিল থেকে দেশের দ্রুত বিস্তারের রেকর্ডে সবচেয়ে খারাপ অবস্থা ছিল। কলেরা রোগের আক্রান্তের সংখ্যা হয়েছে ৬২,৭০৩ জনকে সংক্রমিত করেছে এবং ২৪২৪জন নিহত হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ জানিয়েছে সৌদির যুদ্ধের ফলে প্রায় ১৭ মিলিয়ন ইয়েমেনইকে ক্ষুধার্ত হয়েছিল। প্রায় ৭ মিলিয়ন বেসামরিক নাগরিকদের দুর্ভিক্ষ দেখা দিয়েছে ও প্রায় ১৬ মিলিয়ন জল এবং স্যানিটেশন সমস্যা দেখা দিয়েছে।

পূর্বাশানিউজ/১৭সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি