শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » সাংবাদিকদের গোপনে তথ্য সংগ্রহ সরকার সমর্থন করে না: সাহারা খাতুন


সাংবাদিকদের গোপনে তথ্য সংগ্রহ সরকার সমর্থন করে না: সাহারা খাতুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

গোপনে তথ্য সংগ্রহ সরকার কখনো সমর্থন করে না। শুধুমাত্র সাংবাদিকদের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই গোপনে কোনো কিছু ধারণ করা উচিত নয়। অতীতে সাংবাদিকরা যেভাবে কাজ করে এসেছেন এখনো তারা সেভাবে কাজ করে যাবেন। স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকদের স্বাধীনতায় প্রস্তাবিত ডিজিটাল আইনের ৩২ ধারা বাধা সৃষ্টি করবে না। টিভিএনএকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকদের রয়েছে অবাধ স্বাধীনতা। সাংবাদিকরা যা করবে সরাসরি করবে। সরকারের কাজ সরকার করবে, সাংবাদিকের কাজ সাংবাদিকরা করবেন। সরকার যদি কোনো অন্যায় করে সেটা সাংবাদিকরা সরাসরি তুলে ধরবেন।

সাহারা খাতুন বলেন, প্রস্তাবিত ডিজিটাল আইন-২০১৮ সাংবাদিকদের কাজের স্বাধীনতায় কোনো প্রভাব বিস্তার করবে না। কেননা, সমাজের প্রতিটি নাগরিকের মাঝে সচেতনতা সৃষ্টি হলে গোপনে কোনো কিছু ধারণ করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।

পূর্বাশানিউজ/১১ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি