শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দফা স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয়বারের মতো স্থগিতের ঘোষণা এসেছে। কোটার সংস্কারের প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে বলে জানিয়েছেন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর সমন্বয়ক হাসান আল মামুন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা তাদের অবস্থান জানান।

কোটা সংস্কারের দাবিতে গত রবিবার থেকে তীব্র ছাত্র আন্দোলনের মধ্যে গতকাল সংসদে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কোটা পদ্ধতি বাতিল করার ঘোষণা দেওয়ার পর নিজেদের অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে হাসান আল মামুন বলেন, আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবি জানাচ্ছি। আর সে প্রজ্ঞাপনটি জারি হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করা হচ্ছে।

এর আগে গত সোমবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনার পর কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলন স্থগিতের ঘোষণা করেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও আসছে…

পূর্বাশানিউজ/ ১২এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি