শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » দলের প্রয়োজনে হাসপাতাল থেকে মাঠে তামিম, করলেন এক হাতে ব্যাটিং


দলের প্রয়োজনে হাসপাতাল থেকে মাঠে তামিম, করলেন এক হাতে ব্যাটিং


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৮

স্পোর্টস ডেস্কঃ

আগেই ছিল হাতের চোট। সেই চোট নিয়েই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে অংশ নেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে।

শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামেন তামিম। ব্যাটিংয়ের সময় সুরাঙ্গা লাকমলের বাউন্সের পুল করতে গিয়ে বল তার গ্লাভসে লাগে। মুখে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। একটু পর ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। শেষপর্যন্ত তামিমকে দুবাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়ে।

ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষার পর তামিমের কব্জির হাড়ে চিড় ধরা পড়ে। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এতে করে এশিয়া কাপ শেষ তামিমের।

তবে সবাইকে চমকে দিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আবারো ব্যাটিংয়ে নামেন তামিম। ব্যাট করলেন এক হাতে। বাঁহাতের কবজিতে চিড়। তাই ব্যাট ধরলেন শুধু ডানহাতে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যান। আর তামিমকে দেখে যেন মুশফিক আরো উৎসাহ পান। জ্বলে উঠেন তিনি। ছক্কা চারে নিজেই করেন ১৪৪ রান। দলকে নিয়ে যান লড়াই করার মত প্লাটর্ফমে। বাংলাদেশের সংগ্রহ ৪৯.৩ ওভারে ২৬১ রান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি