শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মার্কাস স্টয়নিস


কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মার্কাস স্টয়নিস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০২৪


ডেস্ক রিপোর্ট:

২০২৪-২৫ মৌসুমের জন্য ২৩ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে শুরু হবে নতুন চুক্তির মেয়াদ।

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস। এই পেস বোলিং অলরাউন্ডার দলে নিয়মিত হলেও তার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না। এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াটা তার জন্য বড় সতর্ক বার্তা। চুক্তি থেকে বাদ পড়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগারও।

অবসরে যাওয়ায় চুক্তিতে রাখা হয়নি ডেভিড ওয়ার্নারকে। তাছাড়া কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ওপেনার মার্কাস হ্যারিস ও পেস বোলার মাইকেল নেসার।

প্রথমবারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন জেভিয়ার বার্টলেন। এই তরুণ পেসার বিগ ব্যাশ মাতিয়ে সুযোগ করে নেন ওয়ানডেতে। প্রথম দুই ওয়ানডেতেই শিকার করেছেন ৪ উইকেট। এরপর অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিও খেলার সুযোগ পান।

গতবারের মূল চুক্তিতে না থাকলেও পরে ‘আপগ্রেড’ চুক্তিতে জায়গা পান পেসার ন্যাথান এলিস এবং আগ্রাসী দুই অলরাউন্ডার ম্যাথু শর্ট ও অ্যারন হার্ডি। অবশ্য এবার মূল চুক্তিতেই টিকে গেছেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি