শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » প্রথমবারের মতো দেওয়া হবে সেরা তরুণের পুরস্কার ‘কোপা ট্রফি’


প্রথমবারের মতো দেওয়া হবে সেরা তরুণের পুরস্কার ‘কোপা ট্রফি’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সেরা তরুণ ফুটবলারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করছে ফ্রেঞ্চ ফুটবল। যার নাম দেয়া হয়েছে ‘কোপা ট্রফি’। প্রথমবারের মতো ঘোষিত হতে যাওয়া এ কোপা ট্রফির জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে সোমবার রাতে। যে তালিকায় আছেন কিলিয়ান এমবাপে, জাস্টিন ক্লুইভার্ট, ট্রেন্ট আলেকজান্ডারের মতো তারকা ফুটবলাররা।

ফরাসি সাময়িকী ‘ফ্রেঞ্চ ফুটবল’ এর আয়োজনে আগামী ৩ ডিসেম্বর প্যারিসে এবারের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার অনুষ্ঠানে দেওয়া হবে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার।

পুরস্কারটা এবারই প্রথম চালু করা হয়েছে। ২১ বছরের কম বয়সি খেলোয়াড়দের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরাকে। গত বছর না ফেরার দেশে পাড়ি জমানো ব্যালন ডি’অর জয়ী প্রাক্তন ফরাসি ফুটবলার রেমন্ড কোপার নামে পুরস্কারটির নামকরণ করা হয়েছে।

বিজয়ী নির্বাচন করতে বিচারকদের তালিকায় থাকবেন প্রাক্তন ব্যালন ডি’অর জয়ী তারকারা। যেখানে জিনেদিন জিদান, রোনালদিনহো ও ববি চার্লটনের সঙ্গে থাকবেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো।

এবারই প্রথম বর্ষসেরা নারী ফুটবলারকেও পুরস্কৃত করবে ব্যালন ডি’অর। এই জন্য সোমবার ১৫ জনের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল। বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে বেছে নেওয়া হবে বিজয়ীকে। কোপা ট্রফির ১০ জনের সংক্ষিপ্ত তালিকা : কিলিয়ান এমবাপে, জাস্টিন ক্লুইভার্ট, ট্রেন্ট আলেকজান্ডার, হুসেম আউয়ার, প্যাটরিক কাটরন, রিতসু ডোন, জিয়ানলুইজি ডোনার রুম্মা, আমাদু হাইদারা, ক্রিস্টিয়ান পালিসিচ ও রদ্রিগো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি