শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশে হেলমেটের ইতিহাস ভালো নয় : রুমিন ফারহানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, হেলমেটের ইতিহাস বাংলাদেশে ভালো নয়, যমুনা টেলিভিশনের ‘২৪ ঘন্ট’ টকশোতে এ কথা বলেন। তিনি আরো বলেন, কিছু দিন আগেও ছাত্রদের আন্দোলনে পুলিশের সাথে মিলেমিশে কিভাবে তারা আক্রমণ করেছে তা সকলেই দেখেছে। যে ছাত্রদের ওপরে আক্রমন হয়েছে, আবার তাদের নামেই মামলা করা হয়েছে। ইতিহাস অন্য রকম ইঙ্গিত দেয়, সেটা যে কেউ করুক না কেন।

তিনি বলেন, বিএনপির মনোনয়ন পত্র বিক্রির সময় বিশৃঙ্খলার সৃষ্টি করে পুলিশের গাড়িতে যে হেলমেট বাহিনী আগুন দিয়েছে তাদের খুঁজ বের করা কঠিন বিষয় নয়। মির্জা আব্বাস অনেক বড় মাপের নেতা, তার সাথে অনেক নেতা-কর্মী যাবে এটা স্বাভাবিক। কিন্তু গণমাধ্যমে আমরা দেখেছি, যখন মিছিলে হামলা হয় তখন কর্মীরা তার প্রতিবাদ করে। প্রতিবাদের পর পুলিশের গাড়িতে আগুন দেবার সময় দেখা গেছে সেই পুরনো হেলমেট বাহিনী।

তিনি বলেন, দীর্ঘ ১০ বছর পর একটি নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে জনগণ, নেতা-কর্মী ও দলের মধ্যে অন্য রকম উদ্দীপনা বিরাজ করছে। গত ১০ বছরে বিএনপি যে নিপীড়ন সহ্য করেছে, বাংলাদেশের ইতিহাসে এতোটা নিপীড়ন সহ্য করে একটি দল মাঠে থাকা ও নির্বাচনে যাওয়া অনেক বড় বিষয়। তবে প্রতিনিয়ত এখনো একেক জনের নামে শত শত মামলা দিচ্ছে। আমরা আদালতে যাব, থানায় হাজিরা দেব; কোর্টের বারান্দায় যাব নাকি নির্বাচনী প্রচারণায় যাব। সব কিছু মিলে এক ধরনের এলোমেলো অবস্থায় দলটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি