সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘জাতীয় নির্বাচনে দায়িত্ব পেলে পেশাদারিত্বের সাথে কাজ করবে সেনাবাহিনী’


‘জাতীয় নির্বাচনে দায়িত্ব পেলে পেশাদারিত্বের সাথে কাজ করবে সেনাবাহিনী’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃসেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছন, আগামী মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের সেনাবাহিনীকে সম্ভবত নিয়োগ করা হবে। আমরা অতীতেও এ দায়িত্ব পালন করেছি। আমরা আমাদের পেশাদারিত্বের সাথে আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে একটা শান্তিপূর্ণ যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় ও সম্পন্ন হয়। সেই লক্ষে আমাদেরকে নিয়োজিত করা হলে আমরা দায়িত্ব পালন করব এবং সেনাপ্রধান হিসেবে সেটিই আপনাদের প্রতি আমার নির্দেশ থাকবে।

রোববার সকাল ১০টায় সাভার সেনানিবাসের সিএমপিসিএন্ডএস এর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে এডহক ১১তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (মেকানাইজড)কে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রাপ্তির বিরল সম্মান ও গৌরব অর্জন করায় ‘এডহক ১১বীর (মেক) এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি স্বরুপ অর্জিত পতাকার মর্যাদা রক্ষার জন্য যেকোন ত্যাগ স্বীকারে সব সময় প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

এর আগে সেনা প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌছলে তাকে স্বাগত জানান, উপস্থিত প্রিন্সিপাল ষ্টাফ অফিসারগণ, জ্যেষ্ঠ অফিসারগণ এবং জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল মোঃ আকবর হোসেন, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জি+।

অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানসহ সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান আশুলিয়ার নবীনগর এলাকায় সেনা শপিং কমপ্লেক্সে, ডিওএইচএস ও সেনা আবাসন প্রকল্প উদ্বোধন করেন।

উল্লেখ্য, মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অতুলনীয় ভুমিকা এবং পরবর্তীতে এর অপরিসীম গুরুত্ব অনুধাবন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বিএমএ স্বল্প মেয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্যারেড পরির্দশনের সময় এ বাহিনীকে যুগোপযোগী ও বিশ্বে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে তাঁরই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সেনাবাহিনীর কলেবর বৃদ্ধিসহ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৯৯৯ সালে দ্বিতীয় পদাতিক রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি