শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুই নির্বাচন বিশেষজ্ঞের প্রতিবেদনেই ভরসা ইউরোপীয় ইউনিয়নের


দুই নির্বাচন বিশেষজ্ঞের প্রতিবেদনেই ভরসা ইউরোপীয় ইউনিয়নের


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বের ও পরের অবস্থা পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের দুই নির্বাচন বিশেষজ্ঞ এখন ঢাকায়। এরা হলেন ডেভিড নয়েল ওয়ার্ড এবং ইরিনি-মারিয়া গোওনারী। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। এই দুই বিশেষজ্ঞ’র প্রতিবেদনের প্রতি ভরসা করছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

প্রতিনিধিদ্বয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে ইতোমধ্যে সাক্ষাত করে নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনের নিয়ে আলাপ-আলোচনা করবেন। এ ছাড়া প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মাদ জাভেদ পাটোয়ারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এবং সিনিয়র রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। জানুয়ারির মাঝা-মাঝি তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তারা বলছেন, গণমাধ্যমকর্মী, প্রার্থী ও ভোটারদের মতামত নেবেন। পরে এখানকার পরিস্থিতির পর্যবেক্ষণ অনুযায়ী এই দুই বিশেষজ্ঞ ব্রাসেলসে ইইউ’র সদর দফতরে তাদের রিপোর্ট পেস করবেন।

তবে কূটনৈতিক সূত্র বলছে, পরিস্থিতির এবং প্রয়োজনীয়তা অনুযায়ী তারা বাংলাদেশে দীর্ঘদিন অবস্থান করতেন পারেন। বাংলাদেশে নিজেদের অভিজ্ঞতা নিয়ে কোনো সংবাদ সম্মেলন করবেন না তারা। তাদের এই সফরটি গুরুত্বপূর্ণ। কারণ, তাদের দেওয়া রিপোর্ট বাংলাদেশের সঙ্গে ইইউ’র ভবিষ্যৎ সম্পর্কের উপর কিছুটা হলেও প্রভাব রাখবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি