শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » পেসারদের জন্য ‘বিজনেস ক্লাস’ ছাড়লেন কোহলি দম্পতি!


পেসারদের জন্য ‘বিজনেস ক্লাস’ ছাড়লেন কোহলি দম্পতি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮


ডেস্ক রিপোর্টঃ অ্যাডিলেড থেকে পার্থে ফিরছিলেন কোহলি-আনুশকা দম্পতি। তাঁদের জন্য বিজনেস ক্লাসের টিকিট বরাদ্দ থাকলেও ভারতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়েরই তা ছিল না। কিন্তু ‘বিরুশকা’ দম্পতি দুই ফাস্ট বোলারের আরামের জন্য ছেড়ে দেন নিজেদের আসন।

নিজের পয়া মাঠে দারুণ সময় কাটালেন বিরাট কোহলি। অ্যাডিলেডে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছিলেন, এই মাঠেই সাদা জার্সিতে ভারতকে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন। এই মাঠেই সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ রানের জয় তুলে নিল ভারত। সিরিজে এগিয়ে অ্যাডিলেড থেকে পার্থের বিমান ধরেই দারুণ এক কাজ করলেন ভারতীয় অধিনায়ক, সঙ্গে তাঁর স্ত্রী। সতীর্থদের জন্য উড়োজাহাজে নিজেদের বিলাসবহুল আসন ছেড়ে দিলেন তাঁরা। ‘বিরুশকা’ দম্পতির এই মহানুভবতা প্রশংসার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

গতকাল ছিল কোহলি আনুশকা দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। গত বছরের এই দিনের গাঁটছড়া বেঁধেছিলেন দুজনে। সেদিনই ভারতীয় দলের সঙ্গে একই বিমানে পার্থে যাচ্ছিলেন কোহলি। সঙ্গে ছিলেন আনুশকা। অধিনায়ক হিসেবে সেই বিমানের বিজনেস ক্লাসের টিকিট বরাদ্দ ছিল তাঁর জন্য, অধিনায়কের স্ত্রী হিসেবে আনুশকার জনও তা-ই। সে বিমানে মোট ১২টি বিজনেস ক্লাস আসনে ভ্রমণ করছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। বেশির ভাগই ছিলেন ইকোনমি ক্লাসে।

বিমান ছাড়ার সঙ্গে সঙ্গেই কোহলি ও তাঁর স্ত্রী নিজেদের আসন ছেড়ে দিয়ে ইকোনমি ক্লাসে চলে যান। সেখান থেকে দলের দুই ফাস্ট বোলারকে নিয়ে আসেন নিজেদের আসনে। তাঁদের লক্ষ্য ছিল ফাস্ট বোলাররা যেন আরাম করে ভ্রমণ করতে পারেন। পার্থের ফাস্ট ও বাউন্সি উইকেটে তো ফাস্ট বোলাররাই বেশি কাজে আসবেন!
এ ঘটনা সবার অজানাই থাকত, কিন্তু সেই বিমানের আরেজন যাত্রী ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তাঁর চোখে ধরা পড়ে ঘটনাটি। ফক্স স্পোর্টসের হয়ে কলাম লেখার দায়িত্বে থাকা এই ভন টুইট করেন ঘটনাটি, ‘অ্যাডিলেড থেকে পার্থে যাওয়ার পথে বিরাট কোহলি আর তাঁর স্ত্রী দলের পেসারদের জন্য বিজনেস ক্লাসের সিট ছেড়ে দিয়েছেন, যাতে তারা আরও আরামে যেতে পারে। অস্ট্রেলিয়া ভয় পাও। সেনাপতি তার সৈন্যদের সেরা মানবিকতা দিয়েই অনুপ্রাণিত করে যাচ্ছে।’
পরে হার্শা ভোগলেও কোহলির এই মহানুভবতার প্রশংসা করেছেন। টুইটারে এটি নিয়ে আলোচনা ছাড়িয়ে গেছে তাঁদের বিবাহবার্ষিকীর ঘটনাকেও।

প্রথম টেস্টে জয়ের পেছনে পেসারদের ভূমিকা ছিল উল্লেখ করার মতো। জাসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি নিয়েছেন মোট ১৪ উইকেট। পার্থেও অস্ট্রেলিয়াকে হারাতে পেসারদেরই প্রয়োজন পড়বে কোহলির। ভন যেমন বলেছেন, অস্ট্রেলীয় পেসাররা ভয় পেতেই পারেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি