শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হাবিবুল বাশারের পাশে মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮


ডেস্ক রিপোর্টঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়ে গতকাল আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে ৬৯ ম্যাচে নেতৃত্ব দানে হাবিবুল বাশার সুমনের রেকর্ড স্পর্শ করেছেন মাশরাফি।

কারণ ৬৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। ৬৯টি ম্যাচ দলকে নেতৃত্ব দিয়ে তিনি দলকে ২৯টি ম্যাচ জিতিয়েছেন। অন্যদিকে মাশরাফি গতকালকের আগে ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন ৩৯টি ম্যাচ।

পরিসংখ্যান মতে ওয়ানডেতে মাশরাফিই বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক। এরপরেই আছেন হাবিবুল বাশার। তৃতীয় স্থানে আছেন সাকিব। সাকিবের অধীনে বাংলাদেশ ৫০টি ওয়ানডে খেলে জিতেছে ২৩টিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি