শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নারী ফুটবলাররা ৫ বছরে বিয়ে করতে পারবে না


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উইমেন উইংয়ের (নারী ফুটবল) চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন নারী ফুটবলারদের আগামী পঁচ বছর বিয়ে করা থেকে বিরত থাকতে বলেছেন।
প্রথমে মৌখিকভাবে বললেও পরে বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ নারী খেলোয়াড়দের অভিভাবকদের ডেকে এনে আরো কিছু শর্তাবলি যুক্ত করে চুক্তি সই করানোর পরিকল্পনাও করছেন তিনি। চলতি সপ্তাহে নারী ফুটবলারদের সঙ্গে এই চুক্তি হতে পারে বলে জানা গেছে। এদিকে কিরনের এ ধরণের বক্তব্যে ক্রীড়াঙ্গণে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিরনের এই বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
সাইফউদ্দিন আহমেদ নান্নু নামে এই ফুটবল ভক্ত ফেসবুক পোষ্টে লিখেছেন, বিয়ে করলেই নারী ফুটবলারদের চুক্তি বাতিল করবে বাফুফে। আছে আরও অনেক শর্ত।
বিবাহিত পুরুষ ফুটবলার,ক্রিকেটারদের যদি বাধা না থাকে,সমস্যা না হয়,তাহলে কেবল নারীদের জন্য এমন আইন কেন! বি,সি,ডি ক্যাটাগরির কথা বাদই দেই, এ’ ক্যাটাগরির নারী ফুটবলাররা চুক্তি আনুযায়ী মাসিক বেতন পান মাত্র ১০ হাজার টাকা। ১০ হাজার টাকাতেই এত শর্ত!!!
বাফুফের থার্ডক্লাস,বুদ্ধিপ্রতিবন্ধী কর্মকর্তাদের হাতে ফুটবলের উন্নতি দূরাশা!
এ প্রসঙ্গে মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা বলেন, বিষয়টি নিয়ে একটি সাধারণ নির্দেশনা থাকতে পারে। তবে কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা কোন সংস্থারই উচিত নয়।
তিনি বলেন, চুক্তি কাগজ-কলম করে করা যায় না। বাফুফে যদি মেয়েদের পড়াশোনা করায়, মেয়েদের শিক্ষিত করে তুলতে পারে, তাহলে মেয়েরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে। অন্য কারো কথায় তারা প্ররোচিত হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি