শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজশাহী কিংস ৭ রানে হারালো রংপুরকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৩তম ম্যাচে শেষ ওভারের শ্বাসরুদ্ধ জয় তুলে নিল রাজশাহী কিংস। গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৬ রানে হারায় রাজশাহী কিংস।

শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে রাজশাহীর সংগ্রহ ১৩৫ রান। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুরে রাজশাহীর হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন মুমিনুল হক এবং মেহেদি হাসান মিরাজ। প্রথম বলেই শূণ্য রানে বিদায় নেন মিরাজ। মুমিনুল ১৬ বলে করেন ১৪ রান। তিন নম্বরে নামা সৌম্য সরকার ১৩ বলে করেন ১৮ রান। মোহাম্মদ হাফিজ স্কোরবোর্ডে যোগ করে আরো ২৬ রান। লউরি ইভান্স ২, রায়ান টেন ডয়েসকাট ১৪ রানে ফিরে যান। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। ইসুরু উদানা ৫ এবং আরাফাত সানি ১ রানে বিদায় নেন।

বল হাতে রংপুর অধিনায়ক মাশরাফি ৪ ওভারে তুলে নেন দুটি উইকেট। রংপুরের হয়ে ফরহাদ রেজাও নেন দুটি উইকেট। সোহাগ গাজী এবং শফিউল ইসলাম তাদের নির্ধারিত ওভারে তুলে নেন একটি করে উইকেট।

১৩৬ রানের টার্গেটে রংপুরের পক্ষে ওপেনিংয়ে নামেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি শূণ্য রানে ফিরলেও গেইল দুইটি বাউন্ডারি এবং দুইটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৪ বলে করেন ২৩ রান। তিন নম্বরে মাঠে আসা মোহাম্মদ মিঠুন ৩১ বলে ৩০ রান করে বিদায় নেন। এরপর রবি বোপারা ১ এবং বেনি হাওয়েল ৪ রান করে ফিরে যান। রংপুরের হয়ে নাহিদুল ইসলাম ১২ বল খেলে স্কোরবোর্ডে যোগ করেন আরো ১৬ রান।

আরও পড়ুন: অবশেষে বধূবেশে ১৪ বছরের সুমাইয়া, প্রতিবাদে মানববন্ধন

ইনিংসের শেষ ছয় বলে রংপুরের প্রয়োজন ছিল ৯ রান। বল হাতে রাজশাহীর হয়ে আসেন মোস্তাফিজ। শেষ ওভারে রংপুরের পক্ষে ৪৬ বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ৪৪ রান করা রিলে রুশো দুই রান নিলেও ফরহাদ রেজা রান নিতে পারেননি।এতে রংপুরের ইনিংস থেমে যায় ১২৯ রানে।

মোহাম্মদ হাফিজ ৪ ওভারে এবং কামরুল ইসলাম রাব্বি ২ ওভারে নেন ২টি করে উইকেট। ইসুরু উদানা তার ৪ ওভারে নেন একটি উইকেট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি