শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পুলওয়ামা হামলার পর জম্মু-কাশ্মীরে সিআরপিএফের সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সিআরপিএফ সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের বহরে যুক্ত হয়েছে আধুনিক যান। এর মধ্যে রয়েছে মাইন প্রটেক্টেড ভেহিকল (এমপিভি) এবং ৩০ আসনবিশিষ্ট ছোট বাস। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং আইন ও সুশাসন বজায় রাখতে বোম্ব ডিটেকশন ও ডিসপোজাল স্কোয়াডস (বিডিডিএস) এর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

সিআরপিএফের ডিরেক্টর জেনারেল আর আর ভাটনাগর বলেন, ‘আমরা কাশ্মীরে আমাদের কাউন্টার-আইইডি সক্ষমতা বৃদ্ধি করছি। আমরা সেখানে আরো বেশি এমপিভি ও বুলেট প্রুফ বাস পাঠাচ্ছি। বড় বাসগুলোকে অস্ত্রসজ্জিত করা বেশ কষ্টকর।

এজন্য আমরা ছোট ছোট ৩০ আসন বিশিষ্ট গাড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।’

বড় বাসগুলোতে অস্ত্র ব্যবহার করা হলে এবং বুলেট প্রুফ কাঁচ ব্যবহার করা হলে এর গতি মন্থর হয়ে যাবে বলে জানিয়েছে সিআরপিএফ। এছাড়াও এর ফলে শুধুমাত্র গুলি থেকে সুরক্ষা পাওয়া যাবে। বিস্ফোরণ প্রতিরোধ করতে বুলেট প্রুফ কাঁচগুলো কোন ভূমিকা পালন করতে পারবে না।

বহরে আরো সংযুক্ত এমপিভি এর আগে স্বল্প পরিসরে নকশালবিরোধী অভিযানগুলোতে ব্যবহার করা হয়। চার চাকার একটি এমপিভিতে ৬ জন ব্যক্তি বসতে পারে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ সদস্যদের বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪৪ জন নিহত হয়। হামলায় গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ( আইইডি) ব্যবহার করা হয়। সিআরপিএফের পুনেভিত্তিক আইইডি শিক্ষা বিদ্যালয়ে বোমা নিস্ক্রিয় করা বিষয়ক শিক্ষার জন্য আসন সংখ্যা বাড়ানোরও উদ্যোগ নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি