শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » মোদী সরকার গড়ার খবরে, উর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার, ডলারের তুলনায় বাড়ল টাকার দাম


মোদী সরকার গড়ার খবরে, উর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার, ডলারের তুলনায় বাড়ল টাকার দাম


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

রোববার সন্ধ্যেয় লোকসভার নির্বাচনের এক্সিট পোল প্রকাশ্যে এসেছে। নির্বাচনের গণনা ২৩ মে । কিন্তু দেশের সমস্ত এজেন্সি এক্সিট পোল প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। দেশের সমস্ত সমীক্ষা এজেন্সিই কেন্দ্রে আবার মোদী সরকার গড়ার সম্বাবনা’র কথা বলছেন প্রকাশ করেছে। আর এরপর সোমবার সকাল থেকেই এক্সিট পোলের প্রভাব দেখা দিচ্ছে শেয়ার বাজারে।

সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিন সোমবার শেয়ার বাজার সবুজ সঙ্কেতের সাথেই খোলে। মুম্বাই স্টক এক্সচেঞ্জের প্রধান ইনডেক্স সেনসেক্স ৮১১ অঙ্ক, ২.১৪ শতাংশ বৃদ্ধির সাথে খোলে। আরেকদিকে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জ নিফটি ২৪২.১০ অঙ্ক, ২.১২ শতাংশ বৃদ্ধির সাথে খোলে।

৮১১ অঙ্কের বৃদ্ধির সাথে সাথে সেনসেক্স ৩৮৭৪১,৭৭ এর স্তরে ওপেনিং করে। আরেকদিকে সপ্তাহের প্রথম ব্যাবসায়িক দিনে ২৪২.১০ অঙ্কের বৃদ্ধির পর ১১৬৪৯.৩০ এর স্তরে ওপেনিং করে নিফটি।

সোমবার ডলারের তুলনায় ভারতীয় রুপী ৭৩ পয়সা বৃদ্ধি পায়। এই বৃদ্ধির পর ভারতীয় টাকা ৬৯.৪৯ এর স্তরে পৌঁছে যায়। সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে ডলারের তুলনায় রুপীর দাম ছিলো ৭০.২২ পয়সা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি