শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রোজা আমাদের জেতা সহজ করে দিয়েছেন : মিরাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৯

 

 

ডেস্ক রিপোর্ট :

পবিত্র রমযান মাসে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারই মুসলিম হওয়ার কারনে এ মাসটি অতি গুরুত্বপূর্ণ তাদের জন্য।

আর তাই রোজাকে উপেক্ষা না করেই দক্ষিণ আফ্রিকার সাথে দুর্দান্ত ইনিংস খেলেন তিন ক্রিকেটার। রোজা রাখার কারনে খেলাটা স্বয়ং সৃষ্টিকর্তা সহজ করে দিয়েছেন বলে জানান মেহেদি হাসান মিরাজ।

রোজা রেখে আস্ত একটি ক্রিকেট ম্যাচ খেলা চাট্টিখানি কথা নয়। ইংল্যান্ডের লন্ডনে রোজা রাখার ক্ষেত্রে উপোষ থাকতে হয় প্রায় ১৯ ঘণ্টা। দীর্ঘ এই সময় উপোষ থেকে ক্রিকেটের মত শারীরিক খেলা চালিয়ে যাওয়া নির্দ্বিধায় কঠিন। সেই কঠিন কাজটিই রবিবার (২ জুন) করে দেখিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজ।

রোজা রেখেই ম্যাচ খেলা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমি বলবো আল্লাহর অশেষ রহমত ছিল আমাদের ওপরে। কারণ রমজান মাসে আমাদের জীবনে রোজাটা অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আল্লাহই আমাদের জন্য কাজটা আরও সহজ করে দিয়েছেন।

আমাদের দলে, মুশফিক ভাই, রিয়াদ ভাই, আমি এবং খেলার বাইরের আরও ২ জন আমরা যারা রোজা ছিলাম, আমাদের কাছে কষ্টটা ওরকম মনে হয়নি। হ্যা, খুব ভালো লাগছে যে আমরা রোজা রেখেছি। মনে অনেক শান্তির একটা অনুভূতি আসছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি